শাবি সংবাদদাতা:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বাইসাইকেল র্যালির প্রতিবাদ অব্যাহত রয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি সকাল সাড়ে ১১টায় শাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে সিলেট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মদিনা মার্কেট, আম্বরখানা হয়ে চৌহাট্টা প্রদক্ষিণ করে জিন্দাবাজার, লামাবাজার, রিকাবীবাজার হয়ে আবারো বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। এ সময় তারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ অধ্যাপক জাফর ইকবালের দ্রুত আরোগ্য কামনা করেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি সকাল সাড়ে ১১টায় শাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে সিলেট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মদিনা মার্কেট, আম্বরখানা হয়ে চৌহাট্টা প্রদক্ষিণ করে জিন্দাবাজার, লামাবাজার, রিকাবীবাজার হয়ে আবারো বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। এসময় তারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ অধ্যাপক জাফর ইকবালের দ্রুত আরোগ্য কামনা করেন।