স্পোর্টস ডেস্ক::
ক্যারিয়ারের শুরুর দিকে লম্বা ও বাহারি চুলের অধিকারী ছিলেন এমএস ধোনি। এরপর ক্যারিয়ারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হেয়ারস্টাইলে পাওয়া গেছে ধোনিকে। আবার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতে মাথা ন্যাড়া করে ফেলতেও দেখা গেছে ধোনিকে।
এবার পুরনো লুকে সম্পূর্ণ নতুনভাবে হাজির হলেন ধোনি। তবে অবাক হবার কিছু নেই, এটি বাস্তব জীবনের নয় মিডিয়ার সামনে এমন রুপে এসেছেন তিনি। এবার একটি চকোলেট ওয়েফার প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে নিজেকে লম্বা চুলে ধরা দিয়েছেন ধোনি। বিজ্ঞাপনে তাকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। বিজ্ঞাপনে দেখা যায়, একটি প্রীতি ক্রিকেট ম্যাচে মাঠে নামার আগে সতীর্থদের সামনে কঠোর বক্তৃতা দিচ্ছেন তিনি। অভিনব পোশাক আর বড় চুলের বেশ ধারণ করেন তিনি। তার বক্তৃতার সময় এক সতীর্থ তার মুখে চকলেট ডুকিয়ে দেন আর সাথে সাথে শান্ত হয়ে যান তিনি।
তাই বলা যায়, মিডিয়ার সামনে পুরনো রুপে এসে ক্রিকেট ভক্তদের একপ্রকার চমকে দিলেন এই তারকা।