নিজস্ব প্রতিবেদক:: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আহত লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সিলেটে আসছেন।
শিক্ষামন্ত্রী জানান, কিছুক্ষণ আগে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করার খবর পেয়েছি। আমি সব কর্মসূচি বাতিল করে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছি।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে ছুরিকাহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল। এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মাথার পেছনে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার জানিয়েছেন, মুক্তমঞ্চ এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ড. জাফর ইকবলের মাথায় আঘাত করা হয়। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করা হয়েছে। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত তা এখনও নিশ্চিত করা যায়নি।
জাফর ইকবালকে নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক।