কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে তৌহিদী জনতার ব্যানারে মাজার পুজারীদের হামলায় মুজাম্মিল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর কানাইঘাট কেন্দ্রীয় বাজার মসজিদ থেকে কয়েক শতাধিক আলিম উলামা এ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে পুর্ণরায় মধ্যবাজারে ফিরে এসে এক পথসভায় মিলিত হয়।
এতে কানাইঘাট দারুলউলুম মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরীর সভাপতিত্বে ও জুনেদ শামসীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওঃ হারুনুর রশীদ চতুলী। বক্তব্য রাখেন, কে.এম আব্দুল্লাহ শাকির, মাও. এবাদ উদ্দিন, মাও. হারিছ উদ্দিন, মাও. বদরুল ইসলাম আল ফারুক, গিয়াস উদ্দিন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের উপর হামলকারী মাজারপূজারীদের গ্রেফতার ও নিহত মুজাম্মিল হকের খুনীদের ফাঁসির দাবী জানান।
সভায় তারা এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন সিলেট তথা বৃহত্তর জৈন্তা আলেম উলামাদের পূণ্য-ভূমি, এখানে বেদাআতী ও মাজারপূজারীদের ঠাই দেয়া হবে না।