স্পোর্টস ডেস্ক::
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঠ ও মাঠের বাইরে দলকে চাঙ্গা করতে যার জুরি নেই। অধিনায়ক হিসেবেও সবাইকে আগলে রাখেন। দরকারমত করেন কড়া শাসন।
ক্রিকেটের পাশাপাশি সাংসারিক জীবনেও সবার ভালো দেখভাল করেন মাশরাফি। এক ছেলে ও এক মেয়ে নিয়ে মাশরাফির ছোট পরিবার। প্রায়শই ছেলে ও মেয়েকে নিয়ে স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় তাকে। কখনও জিম করার ভঙ্গিতে কখনও বা নাচের ভঙ্গিতে।
গতকাল (শনিবার) রাতে মাশরাফির ছোট ভাই মোরসালিন তার ফেসবুকে একটি নাচের ভিডিও আপলোড করেছেন। যেখানে মাশরাফিপুত্রের নাচের ভিডিও রয়েছে। যেটি কিনা ইতোমধ্যেই ভাইরাল। এখন পর্যন্ত ৮০০০ মানুষ দেখেছে মাশরাফি পুত্র সাহেলের নাচের ভিডিও।
পোলাও lover.
Posted by Morsalin Bin Mortaza on Saturday, January 13, 2018