হাবিবুর রহমান হাবিব, শাল্লা:: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পাালন করা হয়েছে। ১০ জানুয়ারী বুধবার শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দিবস পালন করা হয়। সকালে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাসের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছাত্তার মিয়া, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধু ভুষন রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি কাজল বরণ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী নান্টু, আওয়ামীলীগ নেতা মামুন আল কাওসার, নওশের মনির, উপজেলা যুবলীগ নেতা তকবীর হোসেন, লাল আমিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী প্রমুখ।
বক্তাগণ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সভায় পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এর উপর স্মৃতি চারণ করে আলোচনান্তে বিস্তর বক্তব্য প্রদান করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।