আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে তিন তালাক বিল পাসের ইস্যুতে শাসক-বিরোধী দলের দ্বন্দ চরমে৷ এই রাজনৈতিক বিতর্কের ছোঁয়া লেগেছে রাজ্যসভাগুলোতেও৷ চলমান রাজনৈতিক বিরোধের মধ্যেই ফের তিন তালাকের শিকার উত্তরপ্রদেশের সুলতানপুরের এক বাসিন্দা৷
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাজের সূত্রে স্বামী সৌদি আরবে থাকেন৷ স্ত্রী কালো বলে বিয়ের পর থেকেই স্বামীর মনে ক্ষোভ ছিল৷ তাই সেই অজুহাতেই স্ত্রীকে ফোনে তিন তালাক দিয়ে তিন বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানেন স্বামী৷
শুধু একটা ঘটনাই নয়৷ আরও বেশ কিছু তিন তালাকের ঘটনা ঘটেছে সেখানে৷ মেয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী৷ তার চিকিৎসায় ব্যয় হয় প্রচুর অর্থ৷ তাই মেয়ের চিকিৎসা করানোর দায়িত্ব থেকে রেহাই পেতে স্ত্রীকে তালাক দিলেন স্বামী৷ এই ঘটনাটি উত্তরপ্রদেশের গোন্ডা জেলার৷
জানা যায়, কাজের সূত্রে সাকিনা বানুর স্বামী থাকতেন মুম্বাইয়ে৷ অভিযোগ, গত শনিবার সকালে ফোন করে আচমকাই তার স্বামী মুবারক আলি তাকে তিন তালাক দেন৷
সাকিনা জানিয়েছেন, তার মেয়ের সঙ্গে অন্যায় করা হয়েছে৷ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
সূত্র: কলকাতাটোয়েন্টিফোর