আন্তর্জাতিক ডেস্ক::
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের হামলায় সাতটি সামরিক বিমান ধ্বংস হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর বের হয়েছে তা নাকচ করে দিয়েছে মস্কো।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, আইএস সন্ত্রাসীদের গোলা বর্ষণে দুজন সেনা মারা গেছে। মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার কোমেরসান্ত পত্রিকায় সাতটি বিমান ধ্বংসের যে খবর দেয়া হয়েছে তা ভুয়া। পত্রিকাটি দাবি করেছে, সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাস্তবিকভাবেই সাতটি বিমান ধ্বংস হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা নেমে আসার পর একদল ভ্রাম্যমান সন্ত্রাসী হেমেইমিম বিমানঘাঁটিকে লক্ষ্য করে মর্টারের গোলা নিক্ষেপ করে। তাদের গোলার আঘাত দুই সেনা নিহত হন।
মন্ত্রণালয়ের তথ্য মতে- সন্ত্রাসী হামলার পর ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার আগে একটি রুশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন।
সূত্র: পার্সটুডে