ডেইলি সিলেট ডেস্ক ::
বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও এবং পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএনপির প্রতি হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৫ জানুয়ারি বিএনপি দেশে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার যে অপচেষ্টা করা হয়েছিল, সেই অপচেষ্টাকে নস্যাৎ করে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখা হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে। এ জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটিকে সারা দেশে গণতন্ত্র সুরক্ষা দিবস পালন হবে।
সাবেক এই মন্ত্রী বলেন, অন্যদিকে যারা এদিন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল তারা এদিনটিকে ‘গণতন্ত্রের হত্যা’ দিবস নামে সেটি পালন করার চেষ্টা করছেন। সুতরাং আগামীকাল দেশে গণতন্ত্র হত্যা দিবসের নামে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।