নিজস্ব প্রতিবেদক:: ফ্যাশন প্রেমিদের কথা মাথায় রেখে দেশ বিদেশের পোশাক ও কসিমেটিক্স এর সমাহার নিয়ে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটিতে যাত্রা শুরু হয়েছে “ওয়েবজ” শো রোমের।
১লা জানুয়ারী ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার ও অন্যান্যরা।
ওয়েভজ এর ব্যাবস্থাপনা পরিচালক জুলফিকার তাজুল জানান, প্রবাসী অধ্যুষিত সিলেটের ফ্যাশন প্রেমিদের চাহিদা মেটাতে ইউরোপ ও ইউকে’র বিখ্যাত ব্রান্ডের পোশাক, কসিমেটিক্স সামগ্রী স্বল্পমূল্যে বিক্রয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাদের যাত্রা। তাছাড়া দেশের মাটিতে বসে বিদেশের পণ্য সহজে পাওয়া যাবে এই প্রতিষ্ঠানে।