কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যেগে সুরইঘাট বাজারে প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ২নং ইউপি ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম রায়হানের সভাপতিত্বে, ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাবলুর হোসেন বাবলু ও ২নং ইউপি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিব্বির আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক কানাইঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম আমিন, যুবদল নেতা আলাউদ্দিন আলাই, আজাদুর রহমান, মুশাহিদ আলী, আলম হোসেন, জিয়াদুল রহমান, দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা আব্দুর রহমান, আলিউর রহমান, মারুফ আহমদ, শাহআলম পারবেজ, আবুল হাসান, কামরুল ইসলাম, তোফায়েল আল তুহিন, রেজওয়ানুল করিম, দেলোয়ার হোসেন, ফাহিম আহমদ, ফরিদ আহমদ, হুমায়ুন কবির, আশরাফ উদ্দিন, মসকুর আলম, সুলতান আহমদ, রেজওয়ান হোসেন, রফিক উদ্দিন, জসিম উদ্দিন, ইকবাল আহমদ, সিয়াম আহমদ ফাহিম, হুমায়ুন আস্কর, দিলদার আস্কর, মুমিন আহমদ, ফরিদ উদ্দিন, সালমান আহমদ সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের এ দিনে দেশের গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে আমাদের। আজ থেকে ৩৯ বছর পুর্বে ঢাকা বিশ^ বিদ্যালয়ের মেধাবী ছাত্রদের নিয়ে রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান বুকভরা আশা নিয়ে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। তার সেই আশা পুরণে ছাত্রদল সকল ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করে বলেন হানাহানী মারামারী আর অস্ত্রের ঝনঝনানীর জন্য ছাত্রদল প্রতিষ্টা করা হয়নি। দেশের গণতন্ত্র রক্ষা সহ জাতির র্দুদিনে পাশে দাড়ানোর জন্য ছাত্রদল প্রতিষ্ঠিত করা হয়েছে। তার সেই আশা পুরণে আসুন শপথ নেই মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশে সুষ্ট গণতন্ত্র ফিরিয়ে আনবো। গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষের ভোটের মাধ্যমে বাংলার ক্ষমতায় বসিয়ে জিয়াউর রহমানের অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করবো। আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রতিষ্টা বার্ষিকীর কেক সহ কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাবলুর হোসেন বাবলু ও ছাত্রদল নেতা সুলতান আহমদের জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ।