নিউজ ডেস্ক:: প্রধান বিচারপতির এস কে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র ইতোমধ্যে বঙ্গভবনে পৌঁছেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসে সচিব।
এর আগে সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে বলে জানান তিনি। ছুটিতে থাকা প্রধান বিচারপতি এসকে সিনহা শুক্রবার সিঙ্গাপুর থেকে কানাডা গেছেন। চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে গত সোমবার রাতে তিনি সিঙ্গাপুরে পৌঁছান।
কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে শুক্রবার তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। ওই পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর মধ্যে দিয়ে শেষ হলো সিনহা অধ্যায়।