আন্তর্জাতিক ডেস্ক::
শনিবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থার রিপোর্ট অনুযায়ী, দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, ১১ জন রাজপুত্র এবং দু’জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে আটক এবং বরখাস্ত করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন নবগঠিত দুর্নীতি দমন কমিশন। এরপর মন্ত্রীসভায় নতুন কয়েকজনকে নিয়োগের কথা জানিয়েছে সৌদি সরকার।
বরখাস্ত হওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রীদের মধ্যে রয়েছেন দেশটির ন্যাশনাল গার্ড প্রধান প্রিন্স মেতেব বিন আব্দুল্লাহ, নৌবাহিনী প্রধান আব্দুল্লাহ আল-সুলতান এবং অর্থমন্ত্রী আদেল ফাকেইহ।
এর মধ্যে আব্দুল্লাহ আল সুলতানের স্থলাভিষিক্ত হয়েছেন ফাহাদ আল-ঘাফলি।
ওইসব কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি।
তবে, সৌদি গণমাধ্যম আল-অ্যারাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে সৌদির বন্যা এবং ২০১২ সালে ছড়িয়ে পড়া মার্স ভাইরাস এর সময়কালীন ঘটনাগুলো নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।
সৌদি বাদশা ক্রাউন প্রিন্স হিসেবে তার ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব দেয়ার কয়েক মাসের মধ্যেই এই ঘটনা ঘটল।
সূত্র: আল জাজিরা