কানাইঘাট প্রতিনিধি:: উৎপাদনমুখী সমবায় গড়তে পারে একটি স্বনির্ভর উন্নত বাংলাদেশ। দেশের চালিকা শক্তির গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে সমবায় সমিতি। দেশের অবহেলিত জনপদে সমবায় সমিতির কোন বিকল্প নেই।
৪৬ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে র্যালী পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সেলিম উদ্দিন এমপি। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন আলহাজ¦ সেলিম উদ্দিন এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে এক র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।