জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের হাজী সাহিদ আলীর বাড়ির গেইটের নেইম প্লেইটে (শেখ মির্জা বাড়ি) লেখার প্রতিবাদে এবং এ নাম অপসারণের দাবিতে গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শালিসি ব্যক্তি নুর মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য সুনা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোজেফর আলী, আশিক মিয়া মেম্বার, শিক্ষানুরাগী দবির মিয়া, সোনা মিয়া, সাহবাজ মিয়া, আলিম মিয়া, কাচা মিয়া, সাবাজ আহমদ, মকছন মিয়া, তুরন মিয়া, তোরাব মিয়া, শাজান আহমদ, ফঠিক মিয়া, হিরন মিয়া, চান মিয়া, জিয়াউর রহমান, আমির হোসেন, শাফিক আহমদ, জাকারিয়া, শফিক মিয়া, কদর আলী, হাজী ইছরাইল আলী, মকবুল আলী, শিক্ষক বুরহান উদ্দিন, নানু মিয়া, আনছার মিয়া, সামরান খান, ছালিক মিয়া, জাহাঙ্গীর মিয়া, ঝুনু মিয়া, শুকুর আলী, কনু মিয়া, কাওছার আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমাদের গ্রামের কোন শেখ বা মির্জা বংশের লোক নেই। সুতরাং হঠাৎ করে শেখ ও মির্জা বাড়ি উপাধি লেখায় গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাই গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত এ নাম অপসারণ করতে হবে। তা না হলে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বক্তারা আরো বলেন, প্রয়োজনে হাজী সাহিদ আলী তাঁর পিতা বা দাদার নামে নাম করন করতে পারেন। শুধু শেখ মির্জা লেখতে গ্রামবাসীর আপত্তি।