জাতীয় চার নেতার জেলহত্যা দিবস উপলক্ষে সিলেট জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সিলেট জিন্দাবাজারস্থ কৃষি ব্যাংকের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মোফাখখারুল ইলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা শ্রমিকলীগের অর্থ সম্পাদক সুশান্ত দেব, ক্রীড়া সম্পাদক শাহ আলম ছুরুক, সহ-সম্পাদক নুর এ আলম, সহ-সম্পাদক সমরেন্দ্র সিংহ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা শ্রমিকলীগের সিনিয়র সদস্য আতিকুর রহমান, অপূর্ব কান্তি দাস, রেহান আহমদ, আজিজুর রহমান, শাহ ইয়াকুত আলী দুলাল, আব্দুল জলিল, খলিলুর রহমান, শাহ নূর আলী, আছকির মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ।-বিজ্ঞপ্তি