আগামী ৪ নভেম্বর শনিবার সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর উদ্যোগে এবং জার্নিমেকার জবস এর সহযোগীতায় জেলরোড,আনন্দটাওয়ার,১০ম তলায় “ঞৎধরহরহম ঙহ ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ় উবাবষড়ঢ়সবহঃ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
সিলেটের নতুন এবং পুরাতন উদ্যোগতা ব্যবসায়ীদের ব্যবসায়ীক দক্ষতাবৃদ্ধি,ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিকুলতা দুরীকরণ সহ ব্যবসায়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ প্রদান করবেন মো : আরিফ-উর-রহমান। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করবেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক জনাব মো :রাহাত আনোয়ার।
এক প্রেস বার্তায় এসএমসিসিআই এর সভাপতি জনাব হাসিন আহমদ বলেন, আমরা আশা করছি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের ফলে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে,নতুন নতুন উদ্যোগতা তৈরী হবে এবং সিলেটের ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে। – বিজ্ঞপ্তি