ডেস্ক রিপোর্ট:: জাতীয় শোক দিবসের দিনে দায়িত্বপালনরত অবস্থায় নগরীর রিকাবীবাজারের একটি রেস্টুরেন্টে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সদস্য শফি আহমেদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লামাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।
এছাড়া বিকেল ৪টার কোতোয়ালী থানার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সুমনের নেতৃত্ব ছাত্রলীগের একদল কর্মী পুলিশ সদস্য শফির ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা হলে সুমন দীর্ঘদিন ধরে পলাতক ছিল।