নিউজ ডেস্ক:: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ বিএনপির ৩ নেতা বিস্ফোরক আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে মামলার চার্জশিট দেয়া পর্যন্ত আসামিদের জামিন দিয়েছেন আদালত।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের একটি বিস্ফোরক আইনের মামলায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আত্মসমর্পণ করেন মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন। এসময় আসামিদের পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে মামলার চার্জশিট দেয়া পর্যন্ত জামিন মঞ্জুর করনি আদালত।
জামিন শেষে সাখাওয়াত হোসেন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করেছি। আদালত আমাকেসহ তিনজনকেই জামিন দিয়েছেন। পুলিশের মিথ্যা মামলা থেকে আদালত আমাকে রেহাই দেবে বলে বিশ্বাস করি।