বিশ্বনাথ সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পালিয়ে যাওয়া প্রেমিক জুটিকে আটক করা হয়েছে। পরে থানায় পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ব্যক্তিবর্গদের উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানো হয়। আজ শনিবার সকালে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার তথ্য নিশ্চিত করেছেন থানার এ এস আই জামাল খান।
প্রেমিক জুটি হচ্ছে-উপজেলার গন্ধারকাপন গ্রামের সুহেল মিয়ার ছেলে আমিনুর রহমান ও ধোপাখলা গ্রামের শিপন মিয়ার মেয়ে ইয়াছমিন বেগম।
জানা যায়, মোবাইল ফোনে পরিচিত হওয়া আমিন ও ইয়াছমিনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। দীর্ঘদিনের সেই প্রেমকে পরিণয়ে রুপ দিতে তিন মাস পূর্বে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান তারা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে উপজেলার সরিষপুর ইয়াছির আলীর কলোনি থেকে তাদেরকে আটক করে। পরে প্রেমিক জুটির উভয় পরিবারকে খবর দিলে দুই পরিবারের সম্মতিক্রমে ৫০ হাজার টাকার দেহমোহর ধার্য করে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়।