বিনোদন ডেস্ক::
রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের জন্য সানি লিওনের বিকল্প মেলা ভার। শরীরী আবেদন ছড়িয়ে দর্শকের মনে ঝড় তুলতে পটু তিনি। তাইতো হরহামেশাই তাকে দেখা যায় আইটেম সং কিংবা ছবির ঘনিষ্ঠ দৃশ্যে। এবার সানি লিওন রোম্যান্স করছেন সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে!
কথাটা শুনে অনেকেই অবাক হচ্ছেন। কিন্তু ঘটনা সত্যি। আরবাজ খানের সঙ্গেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। ছবির নাম ‘তেরা ইন্তেজার’। কিছু দিন আগে প্রকাশ হয় এর টিজার। আর তাতেই রগরগে দৃশ্যে হাজির হয়ে চমকে দেন সবাইকে।
এবার প্রকাশ হয়েছে ‘তেরা ইন্তেজার’ ছবির ট্রেলার। প্রায় ২ মিনিট ব্যপ্তির এই ট্রেলারেও পাওয়া গেছে ঘনিষ্ঠ দৃশ্যগুলোর টুকরো টুকরো অংশ। ইতিমধ্যেই তাদের ঘনিষ্ঠ দৃশ্যগুলো আলোচনায় উঠে এসেছে।
রাজীব ওয়ালিয়ার পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে আমান মেহতা ও বিজাল মেহতা। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘তেরা ইন্তেজার’।
দেখুন ‘তেরা ইন্তেজার’ ছবির ট্রেলার: