সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর কেন্দ্রিয় কমিটির জরুরী সভা গতকাল বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে স্টেশন রোড ভার্থখলাস্থ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরি সভাপতি-সুন্দর আলী খাঁন, সহ-সভাপতি মানিক খাঁন, অর্থ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, কল্যাণ সম্পাদক আবুল খাঁন, ক্রীড়া সম্পাদক লুৎফুর আহমদ, সদস্য মাসুক মিয়া, চুনু মিয়া, সৈয়দ জুবের আলী, রফিকুল ইসলাম রফিক, কুনু মিয়া, ফরিদ মিয়া, শাহজাহান মিয়া, কাওছার আহমদ, মানিক মিয়া, আলতাব চৌধুরী, রাজা আহমদ রাজা, আমান ফারুকী, আলা উদ্দিন এছাড়াও উপ-কমিটির মধ্যে উপস্থিত ছিলেন বাদাঘাট শাখার সভাপতি আব্দুল খালিক, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার আহ্বায়ক কামরুল ইসলাম, সুরমা গেইট বাইপাস শাখার সম্পাদক মোঃ আসাদ মিয়া প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ একটি বহু প্রাচীণ সংগঠন। এ সংগঠনে সাধারণ পরিবহণ শ্রমিকরা জীবনের তাগিদে প্রতিনিয়ত অসংখ্য পরিশ্রম করে তাদের পরিবার ও নিজের জীবিকা উপার্জন করে যাচ্ছে। একটি কুচক্রি মহল সাধারণ পরিবহণ শ্রমিকদের স্বার্থ নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় এ সংগঠনের সাংগঠনিক নিয়ম কানুন ভঙ্গ করার পায়তারা চালাচ্ছে এবং বিভিন্ন স্ট্যান্ড দখল ও সাধারণ শ্রমিকদের উপর মামলা হামলা ও নির্যাতনের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। যা সংগঠনের পরিপন্থি তাই আজ সকল কুচক্রি মহলের প্রতি পরিবহণ শ্রমিকরা ফুসলে উঠছে। সাধারণ পরিবহণ শ্রমিকরা এদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। তাই সকল পরিবহণ শ্রমিক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দরা। বিজ্ঞপ্তি