নিউজ ডেস্ক:: বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ পর্যটনের দেশ।
বুধবার ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে পর্যটনের প্রচারণায় বাংলাদেশি এক দম্পত্তির মোটর বাইকযোগে পশ্চিমবঙ্গ (ভারত) ভ্রমণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের পর্যটন শিল্প অনেক দূর এগিযেছে। এ দেশের পর্যটন খাতের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের পর্যটন সংক্রান্ত নির্দেশনার প্রশংসা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলমগীর আহমেদ চৌধুরী ও দিপালী আহমেদ দম্পতি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ড. নাসির উদ্দিন প্রমুখ।