বিনোদন ডেস্ক ::
দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। একসময় পর্ন জগতের নায়িকা ছিলেন। কিন্তু বর্তমানে বলিউডে প্রতিষ্ঠিত তিনি। সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন আইটেম গার্ল তিনি। কোটি পুরুষের হৃদয়ে শিহরণ জাগাতে তার বিকল্প মেলা ভার।
এবার এই সানি লিওনের সঙ্গেই ডেটিং করার সুবর্ণ সুযোগ এসেছে। চাইলে আপনিও পারেন সানির সঙ্গে গোটা একটি দিন কাটাতে। এই সুযোগ মিলিয়ে দিচ্ছে, অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজকুন্দ্রের পরিচালিত শেঠি ফাউন্ডেশন।
জানা গেছে, শেঠি ফাউন্ডেশন মূলত ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে। সম্প্রতি ফাউন্ডেশনটি তার তহবিল গঠনের উদ্দেশ্যে তাদের ওয়েবসাইটে একটি নিলাম করার সিদ্ধান্ত নেয়। নিলামে বিজয়ীর জন্য থাকছে সানি লিওনের সঙ্গে পুরো একদিন সময় কাটানোর সুযোগ। নিয়ম অনুযায়ী নিলামের সর্বোচ্চ দর হাঁকানো ব্যক্তি পাবেন এই লাকি চান্স।
এদিকে এমন মানব কল্যাণমূলক কাজে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সানি লিওন। তিনি জানিয়েছেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজটি করার সুযোগ পেয়ে তিনি নিজেও আনন্দিত। একটি চমৎকার অভিজ্ঞতা হবে বলেও আশাবাদী সানি।