বিনোদন ডেস্ক ::
বলিউড সুপারস্টার সালমান খান বরাবরই স্টারডম নিয়ে চলেন। নিজের কৃতকর্মের জন্য খুব একটা অনুশোচনাবোধ করেন না এই তারকা। তাই ভুলের জন্য ক্ষমা চাইতেও দেখা যায় না তাকে। কিন্তু সেই সালমান খানই কি না প্রকাশ্যে ক্ষমা চাইলেন! তাও আবার কুকুরের কাছে!
ঘটনাটা তাহলে পরিস্কার করা যাক। সালমান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’ নিয়ে। শনিবার (১৪ অক্টোবর) ‘বিগ বস সিজন-১১’-এর ‘উইকেন্ড কা বার’ পর্বে ক্ষমা চান তিনি। গত সপ্তাহে এই রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে প্রতিযোগীকে জুবের খানকে অনেক কড়া কথায় আক্রমণ করেন সালমান। জুবের খান নিজেকে হাসিনা পার্কারের জামাই পরিচয় দিয়ে ঘরের ভেতর হুমকি দিয়ে বেড়াতেন। মহিলাদের ক্ষেত্রেও শোনার অযোগ্য ভাষা প্রয়োগ করছিলেন। এতেই চটেন বলিউডের সুলতান। বলেন, ‘তোমায় কুকুর না বানিয়ে দিলে আমার নামও সালমান খান নয়’।
এর প্রেক্ষিতে প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়ে পুলিশের কাছে সালমানের বিরুদ্ধে অভিযোগ জানান জুবের খান। তার অভিযোগ, সালমান প্রকাশ্যে হুমকি দিয়েছেন তাকে। ‘কুকুর’ বলে অপমান করেছেন। আবার ইন্ডাস্ট্রিতে কাজ না করতে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। এর প্রতিকার চেয়ে আবেদন জানান তিনি।
কিন্তু তাতে মোটেও বিচলিত নন সালমান খান। নিজের মন্তব্যে অটল থেকে আরেকটি খোঁচা মেরে কথা বললেন তিনি। সালমান ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু সেটা জুবের খানের কাছে নয়, কুকুরের কাছে। জুবের খানকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন বলে তাদের কাছেই ক্ষমা চেয়েছেন সাল্লু মিয়া।