ডেস্ক রিপোর্ট:: সিলেটের সকাল ডেস্ক।। সিলেট নগরীর মহাজনপট্টি এলাকা থেকে মঙ্গলবার রাত ৯টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক, অবৈধ গুলিসহ ব্যবসার কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- গোলাপগঞ্জের কোটালী পাড়া থানার হিরন গ্রামের মো. জবেদ আলী খানের ছেলে মো. রফিক (৩৫) (সে বর্তমানে সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলার বাসিন্দা) ও সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার গ্রামের মো. আলোক মিয়ার ছেলে মাহমুদুল হাসান (৩১)।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি বিশেষ দল নগরীর মহাজন পট্টির আব্দুল গফুর এন্ড সন্স হার্ডওয়্যারের দোকানের সামনের পাকা রাস্তার হতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নকালে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলি, একটি পিকআপ ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গুলি, পিকআপ ও মাদকসহ গ্রেফতারকৃতদের কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।