বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় টিলাধ্বসে ও বন্যার পানিতে ডুবে নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মৌলভীবাজার জেলা পরিষদ। গত রোববার (২৫ জুন) বড়লেখা উপজেলা চত্ত্বরে জেলা পরিষদের ডাকবাংলোয় সহায়তার এ অর্থ প্রদান করা হয়।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু’র সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুর রব’র উপস্থাপনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জুবেদা ইকবাল, জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশন বড়লেখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, যুবলীগ নেতা আলিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত ১৭ জুন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে টিলাধ্বসে মাটি পড়ে বড়লেখা সদর ইউনিয়নের মধ্যডিমাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী আছিয়া বেগম (৪০) ও তার মেয়ে স্কুলছাত্রী ফাহমিদা জান্নাত পলি (১১) নিহত হয়।
এছাড়া বন্যার পানিতে ডুবে মারা যায় মুছেগুল গ্রামের শিশু রাকিব হাসান (১০) ও গ্রামতলা গ্রামের সুমাইয়া আক্তার বৃষ্টি।