সর্বশেষ আপডেট : ২০ মিনিট ৪২ সেকেন্ড আগে
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

unnamedসিলেট বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বিদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা উদ্যাপিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় সিলেটের আখালিয়া নয়াবাজার ব্রাক্ষণশাসন বৌদ্ধ বিহারে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, ভিক্ষু পিন্ডদান, মধ্যাহ্ন ভোজ, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াই টায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক পরমানন্দ মহাথের। প্রধান অতিথির হিসেবে ধর্মীয় আলোনা করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সহকারি মহাসচিব ও অগ্রসর মেমোরিয়াল সোসাইটির অব বাংলাদেশের মহাসচিব সুমিত্তানন্দ থের।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি জ্যেতি মিত্র বড়ুয়া মিটুল, আহবায়কের বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আহবায়ক অমৃত চাকমা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুজ্ঞান চাকমা, আজমিরিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক শান্তি বিকাশ চাকমা, বাংলাদেশ বুড্ডিষ্ট মং সোসাইটির সভাপতি ধর্মপ্রিয় থের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি সিলেট বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ সংঘানন্দ থের, বাংলাদেশ বুড্ডিষ্ট মং সোসাইটির সহ-সম্পাদক দেব বংশ থের, সিলেট বৌদ্ধ বিহারের আনন্দ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া। উপস্থিত ছিলেন, উদযাপন কমিটির আহবায়ক অমৃত চাকমা, যুগ্ম আহবায় দেবু বড়–য়া, সদস্য সচিব পাপ্পু বড়ুয়া।18403721_1682423391771790_6664043081008800874_n

বক্তারা বলেন, গৌতম বুদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয় দিয়ে উপলব্ধি করেন। মানব জীবনের দুঃখ তার দৃষ্টগোচর হলে তিনি সম্পদ, ঐশ্বর্য তথা সংসার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন এবং জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু এ চারটির কারণ উদঘাটন এবং মানুষের শান্তি ও মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন। বৌদ্ধ ধর্ম কর্মবাদী ধর্ম। এতে বলা হয়েছে, প্রত্যেক মানুষ তার কাজ অনুসারে ফল পাবে। প্রকৃত কর্মসাধনার মধ্য দিয়ে প্রত্যেক মানুষের পক্ষে বুদ্ধত্ব অর্জন ও নির্বাণ লাভ সম্ভব। মহামতি বুদ্ধ মানুষকে মৈত্রী ভাবনায় ভাবিত হতে বলেছেন, পরের দুঃখে দুঃখী হয়ে, অপরের সুখে সুখী হয়ে উপেক্ষার মনোভাব নিয়ে জীবনযাপনের উপদেশ দিয়েছেন। বিশ্বচরাচরে সকল সত্তা যেন সুখী হয়, এটাই ছিল বুদ্ধের ঐকান্তিক কামনা। বুদ্ধ তার শিক্ষা ও আদর্শ বিস্তারের জন্য গড়ে তুলেছিলেন ‘ভিক্ষু সংঘ’।
প্রায় আড়াই হাজার আগে বর্তমান নেপালের অন্তর্গত কপিলাবস্তু রাজ্যের শাক্যবংশীয় রাজা শুদ্ধধনের ঔরসে রানী মায়াদেবীর গর্ভে লুম্বিনী কাননে সিদ্ধার্থ গৌতমের জন্ম হয়। রাজপুত্র সিদ্ধার্থ মানুষের দুঃখে বেদনার্ত হয়ে মুক্তির উপায় খুঁজতে রাজ প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন সত্যের সন্ধানে। বিভিন্নস্থানে পরিভ্রমণের পর অবশেষে তৎকালীন উপমহাদেশের বিহার রাজ্যের গয়ার ফলগু নদীর তীরে অশ্বত্থ গাছের নিচে বজ্রাসনে বসে কঠোর সাধনায় লাভ করেন বুদ্ধত্ব। বুদ্ধত্ব পরবর্তী দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচার করে কুশিনারা মল্লদের শালবনে পরিনির্বাপিত হন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বৈশাখী পূর্ণিমার অপর নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’। – বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৬

সম্পাদকমন্ডলীর সভাপতি : মকিস মনসুর আহমদ, সম্পাদক : লিয়াকত শাহ ফরিদী
প্রকাশক : কে এ রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট-৩১০০
ফোন : ০৮২১-৭২৬ ৫২৭, ০১৭১৭ ৬৮ ১২ ১৪ (নিউজ), ০১৭১২ ৮৮ ৬৫ ০৩ (সম্পাদক)
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: