সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ২২ অক্টোবর, ২০১৭, খ্রীষ্টাব্দ | ৭ কার্তিক ১৪২৪ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কার শক্তি বেশী, পুলিশ না চাঁদাবাজ ?

1-daily-sylhet-0-9nজামালগঞ্জ প্রতিনিধি:: “কার শক্তি বেশী, পুলিশ না চাঁদাবাজদের” এমন প্রশ্ন এখন জামালগঞ্জের মানুষের মুখে-মুখে হাট বাজার ও চায়ের দোকানে আলোচনার কেন্দ্র বিন্ধুতে পরিণত হয়েছে। ক’দিন পূর্বে সুনামগঞ্জের নদী পথে চাঁদাবাজি বন্ধে নৌ-শ্রমিকদের লাগাতার ৫ দিন ব্যাপী নৌ-ধর্মঘটের বিষয়টি ছিলে জেলার সবচেয়ে আলোচিত বিষয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক দৈনিকে বেশ ক’দিন ধরে ফলাও করে প্রচার হতে থাকলে উর্দ্ধতন পুলিশ প্রশাসনের দৃষ্টি পড়ে সুনামগঞ্জের নদী পথে।

গত সোমবার সিলেটের উপ-সহকারী পুলিশ কমিশনার (এডিশনাল ডিআইজি) মো: নজরুল ইসলাম চাঁদাবাজি বন্ধের কঠোর ব্যবস্থা নিতে জামালগঞ্জ থানায় এসে স্থানীয় পুলিশ প্রসাশন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এর ক’দিন যেতে না যেতেই আবারো দুর্লভপুর রক্তি নদী ও গজারিয়ার শ্রীমন্তপুর নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি করছে চিহ্ণিত চাঁদাবাজরা।

গত ২ দিন ধরে জামালগঞ্জ থানার দুই কিলোমিটার অদুরে দুর্লভপুর সুরমা নদী ও রক্তি নদীতে চলন্ত মালবাহী ভাল্কহেড, কার্গো, ষ্টিল বডি নৌকা, সাধারণ নৌকায় প্রকাশ্যে চাঁদাবাজি খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যেতে না যেতেই চাঁদাবাজরা গা ঢাকা দেয়। চাঁদাবাজদের ধরতে না পেরে যে নৌকায় তারা চাঁদাবাজি করতো, ওই নৌকা অটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। কারা এর সাথে জড়িত পুলিশ তা জেনেও তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে রাখছে বলে এলাকাবাসীর মনে নানান প্রশ্ন উকি দিচ্ছে। এলাকাবাসী বলছে পুলিশ আন্তরিক হলে ওদের ধরা তেমন কোন কঠিন কাজ না।

অপর দিকে জামালগঞ্জের গজারিয়া এলাকার শ্রীমন্তপুর নদীতে ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ চক্র রফিকুল, সাইকুল গংরা একই হারে চাঁদা আদায় করছে বলে জানা গেছে। সুনামগঞ্জ মালবাহী নৌ-যান শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তালুকদার বলেন, রক্তিতে খালি বডি নৌকা ডুকলেও ১ থেকে দেড় হাজার টাকা আদায় করে চাঁদাবাজরা। দুর্লভপুর খেয়া ঘাটে মালামাল উঠা নামার সময় নোঙ্গর করা জাহাজ ও নৌকা থেকে ৫০-৭৫ টাকা করে টোল নেয়ার কথা, কিন্তু ইজার নাম করে সুরমা নদীতে মালবাহি চলন্ত প্রতি নৌকা থেকে সম্পূর্ণ বেআইনী ভাবে ৫ শত থেকে ১ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে চাঁদাবাজ চক্রটি। দুর্লভপুর খেয়া ঘাটের ইজারাদার এনামুল হক পাঠানকে বার বার ফোন দিলে তিনি রিসিপ না করে লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে দেনে।

জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার ইউসুফ আল-আজাদ বলেন, আমার মনে হয় চাঁদাবাজরা পুলিশ প্রশাসনের সাথে চ্যালেঞ্চ করেছে। না-হয় এডিশনাল ডিআইজি মহোদয় জামালগঞ্জে এসে চাঁদাবাজি বন্ধের ব্যাপারে যে ভাবে কঠোর কথা বলেছেন সেখানে চাঁদাবাজরা পালিয়ে থাকার কথা। এখন শুনা যায় দুর্লভপুর হয়ে গজারিয়া ও শ্রীমন্তপুর এলাকায় বেপরোয়া চাঁদাবাজি হয়। কে তাড়াবে ওদের ? না-কি রক্ষকরাই ভক্ষক। জামালগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো: অতিকুর রহমান বলেন, সুরমা নদীতে চাঁদাবাজির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঠিয়েছিলাম, পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা যে নৌকা দিয়ে চাঁদাবাজি করে তা ফেলে রেখে পালিয়ে যায়। ওই নৌকা আটক করে জামালগঞ্জ থানায় আনা হয়েছে।

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৬

সম্পাদকমন্ডলীর সভাপতি : মকিস মনসুর আহমদ, সম্পাদক : লিয়াকত শাহ ফরিদী
প্রকাশক : কে এ রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট-৩১০০
ফোন : ০৮২১-৭২৬ ৫২৭, ০১৭১৭ ৬৮ ১২ ১৪ (নিউজ), ০১৭১২ ৮৮ ৬৫ ০৩ (সম্পাদক)
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: