সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ৫৩ সেকেন্ড আগে
সোমবার, ২১ অগাস্ট, ২০১৭, খ্রীষ্টাব্দ | ৬ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন আশা জাগিয়েছেন ব্রাজিলের নয়া প্রেসিডেন্ট

152066_1আন্তর্জাতিক ডেস্ক: শপথ নিয়েই ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট মিচেল তেমের বললেন, অর্থনীতি পুনরুদ্ধার ও ১১ শতাংশ বেকারত্ব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই আমার মূল লক্ষ্য। এক্ষেত্রে সবার সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

বুধবার সিনেটের ভোটাভুটিতে ৬১-২০ ভোটে ব্রাজিলের প্র্র্রথম নারী প্রেসিডেন্ট রৌসেফের বিদায় নিশ্চিত হয়। এরপর তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। অবশ্য চলতি বছরের মে মাসে রৌসেফ বরখাস্ত হওয়ার প্র্রর থেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব প্র্রালন করে আসছিলেন রৌসেফ সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট তেমের।

শপথ নেয়ার পর টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে অর্থনীতি প্র্রুনরুদ্ধার ও ১১ শতাংশ বেকারত্ব মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন দিতে জনগণের প্র্র্রতি আহ্বান জানিয়েছেন। জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেয়ার জন্য চীনের উদ্দেশে দেশ ছাড়ার আগে দেয়া ভাষণে রক্ষণশীল এ নেতা বলেন, ‘এই মুহূর্তটি ব্রাজিলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার আশা জাগিয়েছে। অনিশ্চয়তা শেষ হয়েছে।’

রৌসেফের অপসারণ ব্রাজিলের ভাগ্যে পরিবর্তন আনবে বলে আশা করছেন তার বিরোধীরা। মাত্র কয়েক বছর আগেও ব্রাজিল একটি দ্রুত বাড়তে থাকা অর্থনীতির দেশ ছিল, বিশ্বে দেশটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হচ্ছিল। কিন্তু এরপর ব্রাজিল মন্দার কবলে পড়ে, যা এক সময় গভীর হয়ে ওঠে। এরপর রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের ঘুষ কেলেঙ্কারি প্রেসিডেন্ট রৌসেফের জোট সরকারে কালো ছায়া ফেলে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে, তারা রৌসেফের পদত্যাগ দাবি করে। এর মাত্র আড়াই বছর আগে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি।

পেট্রোব্রাসের কেলেঙ্কারির সঙ্গে রৌসেফের কোনো সংস্পর্শ না থাকলেও তার জোট সরকারের শরিক অনেক নেতা এবং ব্রাজিলের ব্যবসায়ী নেতাদের অনেকেই জড়িত আছেন বলে প্রমাণ পাওয়া যায়। পেট্রোব্রাসের তদন্তে শরিক দলীয় অনেক নেতা ও কংগ্রেস সদস্য গ্রেপ্তার হওয়ার পর একসময় প্রেসিডেন্ট রৌসেফের বিরুদ্ধে বাজেট ঘাটতি কমিয়ে দেখানোর অভিযোগ ওঠে। বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে সুবিধা পেতেই এমনটি করেছেন তিনি।

এই অভিযোগেই অভিশংসনে কংগ্রেসের ভোটে বরখাস্ত হন তিনি। এরপর তিন মাস শুনানি শেষে স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন। নতুন প্রেসিডেন্ট তেমের তার অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সফল করতে চান। যার মধ্যে বেসরকারীকরণ, জনকল্যাণমূলক পেনশন ও জনকল্যাণ আইন এবং সরকারি ব্যয়ের উচ্চমাত্রা কমিয়ে আনা অন্যতম।

আইনপ্রণেতারা তার এসব কর্মসূচিকে সমর্থন করবেন বলে আশা করছেন তিনি। তবে এসব করতে গিয়ে তেমেরকে এই মুহূর্তে বিরোধী দলে পরিণত হওয়া ওয়ার্কার্স পার্টির তীব্র বাধার সম্মুখীন হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সরকারের বিরোধিতায় আসছে দিনগুলোতে কংগ্রেস ও রাস্তা, উভয় জায়গায় ওয়ার্কার্স পার্টি তাদের শক্তি প্রদর্শন করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রৌসেফের অপসারণের মধ্য দিয়ে দেশটিতে বামপন্থী ওয়ার্কার্স প্র্রার্টির টানা ১৩ বছরের শাসনের অবসান হয়।

সূত্র: বিবিসি ও রয়টার্স

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৬

সম্পাদকমন্ডলীর সভাপতি : মকিস মনসুর আহমদ, সম্পাদক : লিয়াকত শাহ ফরিদী
প্রকাশক : কে এ রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট-৩১০০
ফোন : ০৮২১-৭২৬ ৫২৭, ০১৭১৭ ৬৮ ১২ ১৪ (নিউজ), ০১৭১২ ৮৮ ৬৫ ০৩ (সম্পাদক)
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: